রোববার, ১১ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

নেত্রকোনা দুর্গাপুরে ৫৪তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনা দুর্গাপুরে ৫৪তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, বরং এটি শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। এই চেতনাকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (৭ জানুয়ারি) ডন বস্কো কলেজ মাঠে বিরিশিরিতে দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিযোগিতামূলক খেলাধুলার অনন্য আবহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো মাঠ যেন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আফরোজা আফসানা। 

তিনি তাঁর বক্তব্যে বলেন,

শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলে। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।”

অনুষ্ঠানে উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুল তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাহাদ হাসান, ডনবস্কো স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রোমন রাংসা, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, সাংবাদিক আল আমিন হাওলাদার, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ। 

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪৯টি ইভেন্টে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন এ্যাথলেটিক্স ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দুর্গাপুর, নেত্রকোণা। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সময়োপযোগী আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। করতালি আর আনন্দধ্বনির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে একটি সুন্দর, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ক্রীড়া আয়োজনের।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ১১ জানুয়ারি ২০২৬


নেত্রকোনা দুর্গাপুরে ৫৪তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image
খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, বরং এটি শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। এই চেতনাকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (৭ জানুয়ারি) ডন বস্কো কলেজ মাঠে বিরিশিরিতে দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিযোগিতামূলক খেলাধুলার অনন্য আবহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো মাঠ যেন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আফরোজা আফসানা। তিনি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলে। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।”অনুষ্ঠানে উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুল তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাহাদ হাসান, ডনবস্কো স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রোমন রাংসা, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, সাংবাদিক আল আমিন হাওলাদার, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪৯টি ইভেন্টে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন এ্যাথলেটিক্স ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দুর্গাপুর, নেত্রকোণা। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সময়োপযোগী আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। করতালি আর আনন্দধ্বনির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে একটি সুন্দর, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ক্রীড়া আয়োজনের।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত