বড়পুরিয়া রেলগেট এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি মতিউর রহমানকে একটি বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রতিবাদ জানিয়েছেন তাঁর ভাই নাজমুল হাসান নাহিদ। পোস্টে তিনি দাবি করেন, বড়পুরিয়া রেলগেট এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও উল্লেখ করেন, এভাবে গ্রেপ্তার কতদিন চলতে থাকবে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাগাতিপাড়া থানা পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন