সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

বাগাতিপাড়া সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগ।

স্টাফ
স্টাফ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ
বাগাতিপাড়া সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগ।

বড়পুরিয়া রেলগেট এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি মতিউর রহমানকে একটি বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রতিবাদ জানিয়েছেন তাঁর ভাই নাজমুল হাসান নাহিদ। পোস্টে তিনি দাবি করেন, বড়পুরিয়া রেলগেট এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরও উল্লেখ করেন, এভাবে গ্রেপ্তার কতদিন চলতে থাকবে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাগাতিপাড়া থানা পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


বাগাতিপাড়া সদর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগ।

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image
বড়পুরিয়া রেলগেট এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের অভিযোগনাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি মতিউর রহমানকে একটি বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে।এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রতিবাদ জানিয়েছেন তাঁর ভাই নাজমুল হাসান নাহিদ। পোস্টে তিনি দাবি করেন, বড়পুরিয়া রেলগেট এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তিনি আরও উল্লেখ করেন, এভাবে গ্রেপ্তার কতদিন চলতে থাকবে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাগাতিপাড়া থানা পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত