মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
অন্যান্ন

অন্যান্ন

কাউনিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ

কাউনিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ
কাউনিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ

কাউনিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রকাশ্যে জমি দখল, ফসল নষ্ট ও টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযুক্ত মো. সিরাজুল ইসলামের নাম উল্লেখ করে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আব্দুল আজিজ (৬৫)।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ভুক্তভোগীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। জমিতে যেতে বাধা দেওয়া, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর ভুক্তভোগীর লাগানো ভুট্টার ফসল নষ্ট করে ওই জমিতে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও দপ্তর সম্পাদক। জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগে ভুক্তভোগী রংপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।ভুক্তভোগী মো. আব্দুল আজিজ জানান, অভিযুক্তরা প্রকাশ্যে আদালতের আদেশ অমান্য করার কথা বলে তাকে জমি থেকে তাড়িয়ে দেয়। তিনি আরও জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ঘটনাটি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাজিরদহ গ্রামে সংঘটিত হয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


কাউনিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image
কাউনিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগকাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলায় আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রকাশ্যে জমি দখল, ফসল নষ্ট ও টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযুক্ত মো. সিরাজুল ইসলামের নাম উল্লেখ করে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আব্দুল আজিজ (৬৫)।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ভুক্তভোগীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। জমিতে যেতে বাধা দেওয়া, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর ভুক্তভোগীর লাগানো ভুট্টার ফসল নষ্ট করে ওই জমিতে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও দপ্তর সম্পাদক। জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগে ভুক্তভোগী রংপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।ভুক্তভোগী মো. আব্দুল আজিজ জানান, অভিযুক্তরা প্রকাশ্যে আদালতের আদেশ অমান্য করার কথা বলে তাকে জমি থেকে তাড়িয়ে দেয়। তিনি আরও জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ঘটনাটি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাজিরদহ গ্রামে সংঘটিত হয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত