আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বন্দর টিলা শাহ প্লাজা মার্কেটের সামনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা ও সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো : বিল্লাল হোসেন বেলাল।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সমাজে অপরাধ কর্মকাণ্ড দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
তারা বলেন, বর্তমানে দেশে বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, গুম, কারাগারে দুর্ব্যবহার, শিশু নির্যাতন থেকে শুরু করে নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজি, গণপিটুনির ঘটনা বৃদ্ধির মতো অপরাধে জর্জরিত তে ভরে গেছে দেশ। এই সকল অপরাধ কর্মকাণ্ড সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এ অবস্থায় মানবাধিকার নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলে মত দেন তারা।
বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা ও দলগুলোর অনৈক্য উদ্বেগজনক। চলমান সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম -১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র চট্টগ্রাম বিভাগের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: মাসুদ আলম সাগর, জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নুরুল কবির, জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র চট্টগ্রাম মহানগর এর কমিটির উপদেষ্টা ও রোটারিয়ান মোহাম্মদ আজিজ, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহেদ, অপরাধ অনুসন্ধানে সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ, মজিবুল হক বকুল, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম আরিফুর রহমান, আসাদুজ্জামান, ফারুক আহমেদ ঢালি, কামাল হোসেন, মিলন মোল্লা, মুরাদ হোসেন, ডাক্তার ইমরান হোসেন, আলমগীর কবির, মোহাম্মদ হাবিব, আলমগীর হোসেন, তানিয়া আক্তার, সানজিদা আকতারসহ বিভিন্ন মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন