ওপেন নিউজ ২৪

আশুলিয়ায় বাদীকে না জানিয়ে চার্জশিট দাখিল, তদন্ত চায় স্থানীয়রা

আশুলিয়ায় বাদীকে না জানিয়ে চার্জশিট দাখিল, তদন্ত চায় স্থানীয়রা

আশুলিয়ায় এক চুরি মামলার তদন্তে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুলের বিরুদ্ধে।


অভিযোগ করা হয়েছে, তিনি বাদীকে না জানিয়ে মামলার প্রধান আসামির পক্ষে চার্জশিট দাখিল করেছেন এবং এতে ‘মিথ্যা তথ্য’ সংযুক্ত করেছেন।


ঘটনাস্থল সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর আসামি হবি, আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার খালেকের ভাগ্নে জামাই। এজন্যই হয়তো এস আই  ‘ইচ্ছাকৃতভাবে আসামিকে বাঁচিয়ে দেওয়ার’ অভিযোগ তুলেছেন বাদী ও স্থানীয়রা। 


তাঁদের দাবি, আসামিকে রক্ষায় এসআই মঞ্জুরুল নাকি অর্থের বিনিময়ে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন।


বাদীর অভিযোগ, চার্জশিট দাখিলের আগে তাঁকে কোনো ধরনের নোটিশ বা তথ্য জানানো হয়নি। 


বরং চার্জশিটে তদন্ত কর্মকর্তা এমন কিছু তথ্য উপস্থাপন করেছেন, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি। 


এ ঘটনায় এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই। প্রভাব খাটিয়ে কাউকে বাঁচানো হলে সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হবে।”


বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাদী অভিযোগ জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।


এ বিষয়ে এসআই মঞ্জুরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 


তবে স্থানীয়রা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও চার্জশিট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

(পর্ব ২)

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


আশুলিয়ায় বাদীকে না জানিয়ে চার্জশিট দাখিল, তদন্ত চায় স্থানীয়রা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image
আশুলিয়ায় এক চুরি মামলার তদন্তে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুলের বিরুদ্ধে।অভিযোগ করা হয়েছে, তিনি বাদীকে না জানিয়ে মামলার প্রধান আসামির পক্ষে চার্জশিট দাখিল করেছেন এবং এতে ‘মিথ্যা তথ্য’ সংযুক্ত করেছেন।ঘটনাস্থল সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর আসামি হবি, আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার খালেকের ভাগ্নে জামাই। এজন্যই হয়তো এস আই  ‘ইচ্ছাকৃতভাবে আসামিকে বাঁচিয়ে দেওয়ার’ অভিযোগ তুলেছেন বাদী ও স্থানীয়রা। তাঁদের দাবি, আসামিকে রক্ষায় এসআই মঞ্জুরুল নাকি অর্থের বিনিময়ে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন।বাদীর অভিযোগ, চার্জশিট দাখিলের আগে তাঁকে কোনো ধরনের নোটিশ বা তথ্য জানানো হয়নি। বরং চার্জশিটে তদন্ত কর্মকর্তা এমন কিছু তথ্য উপস্থাপন করেছেন, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি। এ ঘটনায় এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই। প্রভাব খাটিয়ে কাউকে বাঁচানো হলে সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হবে।”বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাদী অভিযোগ জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।এ বিষয়ে এসআই মঞ্জুরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও চার্জশিট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।(পর্ব ২)

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত