রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুর আলম (৫৮) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে হাজীরহাট এলাকার মৃত মনছুর আলির ছেলে নুর আলম তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর আলমের মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খাওয়ার পর তার পেছনে থাকা আরও কয়েকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আরও তিনজন আরোহী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শুনেছি, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।”
এই দুর্ঘটনা নির্বাচনী উত্তাপের মধ্যে এলাকায় শোকের ছায়া ফেলেছে

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন