রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী মোলটারী সামাজিক কবরস্থানে রাতের অন্ধকারে কয়েকটি ফলদ ও বনজ গাছ ভাঙচুরের অভিযোগ ওঠার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হলেও হঠাৎ রাতের আঁধারে গাছ কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সকালে কবরস্থানে গিয়ে ভাঙা গাছ দেখতে পাওয়ার পর এলাকাবাসী দ্রুত ৪নং শহীদবাগ ইউনিয়ন পরিষদে বিষয়টি লিখিতভাবে জানায়।
স্থানীয়দের অভিযোগ,কবরস্থান আমাদের পবিত্র জায়গা। রাতের অন্ধকারে এভাবে ভাঙচুর করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।কবরস্থান পরিচালনা কমিটির নেতারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এদিকে, ঘটনাটি স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে অভিযুক্ত পক্ষ পাল্টা সংবাদ প্রকাশ ও থানায় অভিযোগ দায়ের করে। এ অবস্থায় সমাজবাসী এসব পাল্টা অভিযোগ ও সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এলাকাবাসীউত্তেজনা বাড়লেও স্থানীয়রা জানিয়েছেন, তারা পরিস্থিতি আরও জটিল করতে চান না।তাদের বক্তব্যআমরা একই এলাকার মানুষ। একই স্থানে বসবাস করি। তাই সংঘাত নয়, বসে আলোচনা করেই একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাধান চাই।
এলাকাবাসী আশা করছেন, সকল পক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান হবে, যাতে সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এবং কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন