সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের সদস্য হিসেবে যোগ দিয়েছেন এবং কাজের সুযোগ পেয়েছেন তিনজন বাংলাদেশি প্রবাসী— মো: শরিফুল ইসলাম (দেবিদ্বার, কুমিল্লা), নাজির আহমেদ খান (গাজীপুর, ঢাকা) ও শাহিন হোসেন (শ্রীমঙ্গল, সিলেট)।
দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হওয়া এই তিন প্রবাসী কাজ পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তাদের পরিবারের সদস্যরাও খুশিতে উদ্বেলিত।
উল্লেখ্য, এই ভুক্তভোগীরা সৌদি দালালদের মাধ্যমে প্রতারিত হয়েছিলেন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের পরিচালক মো: সেলিম রানা তাদের পাশে দাঁড়িয়েছেন এবং কাজের সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন,
> “আমি সব দালালদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব এবং প্রতারিত প্রবাসীদের পাশে থাকব সবসময়। যাদের ইকামা মেয়াদ নেই, হুরুব বা খুরুজ সমস্যায় আছেন— তাদের জন্যও সমাধানের চেষ্টা করছি। সৌদি আইন মেনে সবাইকে কর্মসংস্থানের সুযোগ দিতে চাই।”
রানা আরও বলেন,
আমি গরিবের সন্তান, তাই প্রবাসী ভুক্তভোগীদের প্রকৃত বন্ধু হতে চাই। তাদের বেকারত্ব দূর করা ও অধিকার আদায় করাই আমার লক্ষ্য।”

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন