ওপেন নিউজ ২৪

শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ

নাঈম
নাঈম
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ
শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে বনের ভেতরে একটি ডোবার পানি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের একটি গভীর জঙ্গলে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন ধরে পানিতে ছিল এবং তাতে পচন ধরেছে। শরীরের কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানান, এলাকাটি জনবসতি থেকে অনেক দূরে হওয়ায় সেখানে মানুষের আনাগোনা কম। ফলে ওই ব্যক্তির লাশ সেখানে কীভাবে এলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

ওসি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছে।

পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং প্রয়োজনে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫


শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গাজীপুরের শ্রীপুরে বনের ভেতরে একটি ডোবার পানি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের একটি গভীর জঙ্গলে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন ধরে পানিতে ছিল এবং তাতে পচন ধরেছে। শরীরের কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।স্থানীয়রা জানান, এলাকাটি জনবসতি থেকে অনেক দূরে হওয়ায় সেখানে মানুষের আনাগোনা কম। ফলে ওই ব্যক্তির লাশ সেখানে কীভাবে এলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।ওসি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছে।পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং প্রয়োজনে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত