নড়াগাতী গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : মো: লিটন শিকদার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক দশটার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আয়মান (৬ ইবি)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বসতবাড়িতে চালানো হয়।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি ছুরি, একটি স্টিলের তরবারি, একটি কোঁচ, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিফর্ম সেট, একটি হ্যান্ডকাফ এবং নগদ চার হাজার সাতশ চল্লিশ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবদুন গ্রামের মো. ইব্রাহিম কাজী (৩২), পিতা ইলিয়াস কাজী; ফরহাদ শেখ (২৫), পিতা শেখ সৈয়দ আলী; ইসরাফিল মুন্সি (১৬), পিতা ইব্রাহিম মুন্সি; জাহিদুল ইসলাম (২২), পিতা (মৃত) সারোয়ার এবং আব্দুল কাদের (২১), পিতা (মৃত) তাহাদ্দুদ। তাঁরা সবাই নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের বাসিন্দা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকারী কর্মকর্তা ক্যাপ্টেন আয়মান বলেন, “এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ও অস্ত্র কারবার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য স্থানীয়ভাবে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।”
এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন, “আমরা বহুদিন ধরে দেখছি কিছু মানুষ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। আজকের অভিযানে এলাকার কিছুটা স্বস্তি ফিরেছে। আশা করি, প্রশাসন নিয়মিতভাবে এই ধরনের পদক্ষেপ নেবে।” “যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান জরুরি। এ ধরনের উদ্যোগ সবাইকে সতর্ক করবে।”

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন