বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করা হবে বলে দৃঢ় অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া, করুনীয়া, শিরবির ও কাপাসাটিয়া বাজার এলাকায় আদিবাসীদের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,
মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—আমি নির্বাচিত হলে সবাই সমান অধিকার ভোগ করবে। ধর্ম নয়, মানুষ হিসেবেই রাষ্ট্র সকল নাগরিককে দেখবে। আমি কোনো বৈষম্যে বিশ্বাস করি না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে আদিবাসীদের তৈরি নান্দনিক পোশাক ও হস্তশিল্পের কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং এসব পণ্য দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।
উঠান বৈঠকে অংশ নেওয়া শত শত আদিবাসী ভোটার ও শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, নিরাপত্তাহীনতা, শিক্ষা, সুপেয় পানি ও কর্মসংস্থানের সমস্যার কথা তুলে ধরেন। দশম শ্রেণির এক আদিবাসী শিক্ষার্থী বলেন,
আমরা সবসময় অবহেলিত। আমাদের উন্নয়নে কোনো সরকার কার্যকর ভূমিকা রাখেনি। আপনি নির্বাচিত হলে আমাদের জন্য কী করবেন?
এর জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,
সবার আগে বাংলাদেশ। আদিবাসী বা বাঙালি বলে কিছু নেই—আমরা সবাই বাংলাদেশি। আপনারাও এই দেশের অবিচ্ছেদ্য অংশ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে।
কলেজপড়ুয়া আরেক শিক্ষার্থী আদিবাসী এলাকায় সুপেয় পানির সংকট ও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলে তিনি বলেন,
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। আদিবাসী মেয়েরা আমার সন্তান, আমার বোন। ইউনিয়নভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং পাহাড়ি এলাকায় সুপেয় পানির স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
তিনি বলেন,
মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, কলমাকান্দা উপজেলাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মাদক থেকেই জন্ম নিচ্ছে কিশোরগ্যাং ও ইভটিজিং। আমি এমপি নির্বাচিত হলে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে।
ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, দুর্গাপুরে অনার্স কোর্স চালু, আদিবাসী ও নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, বিজ্ঞানভিত্তিক কৃষি প্রকল্প গ্রহণ এবং খেলাধুলাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
শেষে তিনি বলেন,
আপনাদের আস্থা ও ভোট চাই। আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। সুযোগ পেলে আমার দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করবো—ইনশাআল্লাহ।”

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন