নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের অন্যতম বিদ্যাপিঠ আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দিনব্যাপি নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালি হাসান কলি,দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, ওয়ার্ড বিএনপি'র সভাপতি জসিম উদ্দীন,গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হাসিনা আক্তার,সহকারী শিক্ষক জহিরুল ইসলাম সহ স্কুলের শিক্ষক, ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, বিদ্যালয়ের মাঠে ১২টি ইভেন্টে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন