পহরডাঙ্গায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশাল নির্বাচনী জনসভা
স্টাফ রিপোর্টার : মোঃ লিটন সিকদার
নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশাল নির্বাচনী জনসভা পহরডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নজরুল ইসলাম কাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ঠাকুর আবুল আজম, সারাফত হোসেন (সব), ইকবাল শিকদার, আলিম শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিকদার কোবাদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নুর আলম মোল্যা।
বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের সমর্থনে নির্বাচিত হলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো।”
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন