নড়াইল-১ আসনে জামায়াত–দশ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মো: লিটন সিকদার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (নির্বাচনী আসন–৯৩) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সভায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনসভাস্থলে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল— “চলো একসাথে গড়ি নড়াইল-১”। ব্যানারের এই স্লোগান এলাকার উন্নয়ন, শান্তি ও ঐক্যের বার্তা তুলে ধরে। সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
জনসভায় উপস্থিত ছিলেন—
মোঃ আব্দুল্লাহ আল মামুন,
মোঃ হেদায়েত উল্লাহ — উপজেলা সভাপতি, এনসিপি
মোঃ ফিরোজুল ইসলাম — উপজেলা সাধারণ সম্পাদক,
মোঃ আলমগীর হোসেন — উপজেলা সাংগঠনিক সম্পাদক,
মোঃ আব্দুস সালাম — পেশাজীবী প্রতিনিধি,
মোঃ তাজুল ইসলাম — উপজেলা সহকারী সভাপতি,
মোঃ হাফিজ খান,
মোঃ মকবুল ইসলাম,
মাওলানা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন মোঃ আসিফ।
নির্বাচনী জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন