গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমা খাতুন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজেদুর রহমান, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ দশরত রায় বাবুল, ফেরদৌস ওয়াহিদ সবুজ। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, সহ-সভাপতি বিকাশ ঘোষ ও রনজিৎ সরকার রাজ, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সভাপতি মো. মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, সদস্য হাসান জুয়েল, ফরাদ, আসাদ, মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক মো. জলিলসহ জাহিদ হাসান, মোজ্জামেল হক, মো. আরিফ ইসলাম, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন