নেত্রকোনা দুর্গাপুর উপজেলা ৮ বছর বয়সী শিশু তাসিন অবশেষে শিকলমুক্ত হয়েছে। জন্মলগ্ন থেকেই বিরল এক জটিল রোগে আক্রান্ত এই শিশুটির জীবন কেটেছে অসহনীয় যন্ত্রণা আর নীরব কষ্টের ভেতর দিয়ে। আজ রোববার (২৬ জানুয়ারি ২০২৬) তার নিয়মিত ফলোআপ সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে, তাসিন এখন ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে।
তাসিনকে দেখলে চোখের পানি ধরে রাখা কঠিন। খেলাধুলা আর স্কুলব্যাগ হাতে নেওয়ার বয়সে তাকে বন্দি থাকতে হয়েছে যন্ত্রণার শিকলে। রিকশাচালক বাবা শুধুমাত্র অর্থাভাবে প্রাণপ্রিয় সন্তানের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। অসহায় এই পরিবারের পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল—কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির মনোনীত প্রার্থী।
তার সহযোগিতায় গত ২ নভেম্বর ২০২৫ তারিখে তাসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক জেনারেল ওয়ার্ড (নং ৬০৭)-এ ভর্তি করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ডা. জহির উদ্দিনের তত্ত্বাবধানে শুরু হয় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। নিয়মিত চিকিৎসা ও ফলোআপের ফলে আল্লাহর অশেষ রহমতে আজ তাসিন শিকলমুক্ত—যা পরিবারটির জন্য এক নতুন আশার আলো।
চিকিৎসকরা জানান, তাসিনের রোগটি দীর্ঘমেয়াদি চিকিৎসার আওতাভুক্ত। তবে সঠিক চিকিৎসা, পরিচর্যা ও মানসিক সহায়তা পেলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবেন ব্যারিস্টার কায়সার কামাল।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ একটি শিশুর সুস্থতা মানে একটি পরিবারের বেঁচে থাকা। তাসিন যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে—এটাই আমাদের সবার দায়িত্ব।”
শেষে তাসিনের দ্রুত আরোগ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন