নোয়াখালী–৬ (হাতিয়া) সংসদীয় আসনে এসসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
সংবাদ
সম্মেলনে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাছউদ্দুর
রহমান বাবর বলেন, “গত
২৪ জানুয়ারি ২০২৬ তারিখে আব্দুল
হান্নান মাসুদ এক সংবাদ সম্মেলনে
দাবি করেন, ৫০০ বিএনপি নেতাকর্মী
এনসিপিতে যোগ দিয়েছেন। অথচ
বাস্তবে সেখানে উপস্থিত লোকসংখ্যা ৭০ থেকে ৮০
জনের বেশি ছিল না।
সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।”
তিনি আরও
বলেন, “হান্নান মাসুদ প্রকাশ্যে বলেছেন—যারা শাপলা কলিতে
ভোট দেবে না, তারা
সবাই চাঁদাবাজ। এমন বক্তব্য শুধু
মিথ্যাচার নয়, বরং এটি
রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। গণতান্ত্রিক
ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের নিজস্ব রাজনৈতিক পছন্দের অধিকার রয়েছে। সেই অধিকারকে হেয়
করা স্বৈরাচারী মানসিকতারই প্রকাশ।”
বক্তারা অভিযোগ
করেন, সারাদিন স্বৈরাচারবিরোধী কথা বললেও বাস্তবে
হান্নান মাসুদ নিজেই স্বৈরাচারী আচরণ করছেন। তারা
আরও বলেন, “দেশের গণমাধ্যমে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে—তিনি ধানমন্ডি থানায়
গিয়ে নিজ জিম্মায় এক
চাঁদাবাজকে ছাড়িয়ে এনেছেন। এসব তথ্য দেশবাসীর
অজানা নয়।”
সংবাদ সম্মেলনে
হান্নান মাসুদের ‘৯০ শতাংশ ভোট
শাপলা কলি পাবে’ মন্তব্য
নিয়েও প্রশ্ন তোলা হয়। বিএনপি
নেতারা বলেন, উনি কি শেখ হাসিনা স্টাইলে ভোট করবেন?
“এই বক্তব্য প্রমাণ করে তিনি কেন্দ্র
দখলের পায়তারা করছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। যদি কোনো ধরনের
সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নেওয়া হয়, তবে হাতিয়ার
সাধারণ মানুষ তা প্রতিহত করবে।”
বক্তারা বলেন,
“বিএনপির লাখ লাখ নেতাকর্মী
জেল-জুলুম ও হত্যার শিকার
হয়েছে। তবুও বিএনপি গণতান্ত্রিক
রাজনীতিতে বিশ্বাস করে। যে কেউ
যে কোনো রাজনৈতিক দলে
যোগ দিতে পারে—বিএনপি
সেটিকে সম্মান করে। কিন্তু মিথ্যা,
গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে
বিএনপি সবসময়ই অবস্থান নেবে।”
জনাব হান্নান সাহেব, আপনি ভালো করে ১-১০০০
পর্যন্ত গণনা শিখুন। আপনি ৭০/৮০ হাজার টাকা টিউশন করে ইনকাম করেন। অথচ মাইকে বলেন
i am go
এটা কোন সেন্টেন্স হইলো?
সংবাদ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
মো. ইসমাইল হোসেন, আহ্বায়ক, হাতিয়া উপজেলা যুবদল
মুহাম্মদ ফাহিম উদ্দিন, সদস্য সচিব, হাতিয়া উপজেলা যুবদল
নজরুল ইসলাম আদনান, আহ্বায়ক, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল
সুমন তালুকদার, সদস্য সচিব, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল
রিয়াজ মাহমুদ, আহ্বায়ক, হাতিয়া উপজেলা ছাত্রদল
আবদুল হালীম, সদস্য সচিব, হাতিয়া উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের
অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেতারা জানান, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলমান থাকবে। তারা বলেন, “মিথ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সত্যের জয় হবেই—ইনশাআল্লাহ।”

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন