"দেশের
চাবি আপনার হাতে" এ প্রতিপাদ্য বিষয়কে
সামনে রেখে ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন ও গণভোটে মানুষের
অংশগ্রহণ বাড়াতে দেশজুড়ে জনসচেতনতা মূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে
ফরিদপুরের সালথায় বৃহস্পতিবার দুপুরে আই লাভ সালথা
চত্বরে এ জনসচেতনতা মূলক প্রচার
কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ভোটের গাড়ির
মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়। গণভোট
ও জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে ভিডিও তুলে ধরে জনসাধারণের
মাঝে অবহিত করা হয়। ভোটারদের
মাঝে গণভোটের বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান
খাঁন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিক, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম
নাহিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন