ভূমি দখল, চাঁদাবাজি ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে গাজীপুর সাংবাদিক পরিষদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
বুধবার, (২১ জানু.) সকাল ১১টায় গাজীপুর সাংবাদিক পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নারী মোসাঃ নাছিমা আক্তার। তিনি জয়দেবপুর থানার ভবানীপুর মাইঝপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার জানান, তিনি একজন কর্মজীবী নারী। স্বামী ও সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বাপ-দাদার ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দখলচেষ্টা ও অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির মহিলা নেত্রী হেলেনা আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর ও স্বপনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ব্যবহার করে পরিকল্পিতভাবে তাদের জমি দখল এবং চাঁদাবাজির অপচেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে মিথ্যা অভিযোগ ও মামলার মাধ্যমে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নাছিমা আক্তার আরও বলেন, গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা তার জমির গাছপালা কেটে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে তার পরিবারের ওপর হামলা করা হয়। ঘটনার পর তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করলেও পুলিশ তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ করেন।
তার দাবি, তদন্তে আসা পুলিশ কর্মকর্তার সামনেই অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি ও আগ্রাসী আচরণ করলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্ত প্রতিবেদন দাখিলে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। উল্টো তাকে পুনরায় জিডি করাতে বাধ্য করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভূমি দখলে ব্যর্থ হয়ে এখন তার স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে নতুন করে হয়রানির চেষ্টা চালানো হচ্ছে, যা একটি সুপরিকল্পিত প্রতিহিংসামূলক ষড়যন্ত্র।
তিনি ভূমিদস্যুতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাস সৃষ্টি এবং মিথ্যা মামলার রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতা, বিএনপি নেত্রী এবং তাদের পৃষ্ঠপোষক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সবশেষে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে তার পরিবারের জানমাল ও ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন