ডর বলাহাটি যুব সমাজের উদ্যোগে ৪র্থ তম ওয়াজ মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন
স্টাফ রিপোর্টার মো: লিটন শিকদার
ডর বলাহাটি যুব সমাজের উদ্যোগে ৪র্থ তম ওয়াজ মাহফিল আল্লাহর অশেষ রহমতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ১৪৩২ বাংলা, ডর বলাহাটি মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওঃ আব্দুল আজিজ (খোকন) সাহেব, ইমাম ও খতিব, ডর বলাহাটি মডেল মসজিদ।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওঃ মাকসুদুল ইসলাম সাহেব, মুহাদ্দিস গহরডাঙ্গা মাদ্রাসা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শফিকুল ইসলাম সাহেব (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দারুল কুরআন মাদ্রাসা) ও মুফতি আবু বকর সাহেব, নড়াইল।
ওয়াজ মাহফিলে ইসলামের মৌলিক শিক্ষা, নামাজের গুরুত্ব, কুরআন-সুন্নাহ অনুসরণের আহ্বান এবং সমাজ থেকে অন্যায় ও অনৈতিকতা দূর করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদ গণমাধ্যমে প্রচার ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মনিরুজ্জামান চৌধুরী, মো: লিটন সিকদার, মোল্লা রাসেল ও মো. তরিকুল ইসলামসহ আরও অনেকে।
মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্বিক ব্যবস্থাপনায় ডর বলাহাটি যুব সমাজের সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করেন।
০১৭১৬-৮০২২৩০

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন