সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

কালবেলা আগুন, অল্প সময়ে জন্ম নেওয়া এক দীপ্ত শিখা

কালবেলা আগুন, অল্প সময়ে জন্ম নেওয়া এক দীপ্ত শিখা
কালবেলার আগুন হয়ে উঠছে অগ্নিশিখা মতো।

কালবেলায় আগুন আছে।

সে আগুন নীরবে জ্বলে, কিন্তু তার উত্তাপ টের পাওয়া যায় দূর থেকেই। স্বল্প সময়ের মধ্যেই জাতীয় দৈনিক গণমাধ্যম কালবেলা পাঠকের হৃদয়ে নিজের আলাদা এক ঠিকানা গড়ে নিয়েছে। হঠাৎ নয়, হইচই করেও নয়। ধীরে ধীরে, দৃঢ় পায়ে এগিয়ে এসে কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, শ্রম ও মেধার সম্মিলন, বস্তুনিষ্ঠ সংবাদ আর সততার শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে এই অগ্রযাত্রা তৈরি হয়েছে।

কালবেলা শুধু একটি নাম নয়। কালবেলা একটি জ্বলন্ত আগুন। যে আগুন শুধু পোড়ায় না, আলো দেয়। পথ দেখায়। অন্ধকারে দিকনির্দেশনা দেয়। যেমন আগুন তার শিখায় চারপাশ আলোকিত করে তোলে, তেমনি কালবেলা আজ পাঠকের মনে উজ্জ্বল হয়ে জ্বলছে। বিশ্বাসের আলো হয়ে, সাহসের শিখা হয়ে, হৃদয়ের গভীরে নিজের স্থায়ী আসন করে নিয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬


কালবেলা আগুন, অল্প সময়ে জন্ম নেওয়া এক দীপ্ত শিখা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
কালবেলায় আগুন আছে।সে আগুন নীরবে জ্বলে, কিন্তু তার উত্তাপ টের পাওয়া যায় দূর থেকেই। স্বল্প সময়ের মধ্যেই জাতীয় দৈনিক গণমাধ্যম কালবেলা পাঠকের হৃদয়ে নিজের আলাদা এক ঠিকানা গড়ে নিয়েছে। হঠাৎ নয়, হইচই করেও নয়। ধীরে ধীরে, দৃঢ় পায়ে এগিয়ে এসে কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, শ্রম ও মেধার সম্মিলন, বস্তুনিষ্ঠ সংবাদ আর সততার শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে এই অগ্রযাত্রা তৈরি হয়েছে।কালবেলা শুধু একটি নাম নয়। কালবেলা একটি জ্বলন্ত আগুন। যে আগুন শুধু পোড়ায় না, আলো দেয়। পথ দেখায়। অন্ধকারে দিকনির্দেশনা দেয়। যেমন আগুন তার শিখায় চারপাশ আলোকিত করে তোলে, তেমনি কালবেলা আজ পাঠকের মনে উজ্জ্বল হয়ে জ্বলছে। বিশ্বাসের আলো হয়ে, সাহসের শিখা হয়ে, হৃদয়ের গভীরে নিজের স্থায়ী আসন করে নিয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত