সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


স্টাফ রিপোর্টার : লিটন শিকদার


নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে কালিয়া উপজেলা সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলার তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।”

তিনি সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের শক্তিতেই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।” আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কালিয়া উপজেলায় সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, পেশাগত চ্যালেঞ্জ এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬


কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়স্টাফ রিপোর্টার : লিটন শিকদারনড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে কালিয়া উপজেলা সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলার তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।”তিনি সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের শক্তিতেই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।” আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কালিয়া উপজেলায় সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, পেশাগত চ্যালেঞ্জ এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত