সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সালথায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ কাজী আবু ছায়েম

সালথায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ কাজী আবু ছায়েম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু ছায়েম উপজেলা প্রশাসন শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটির পক্ষ থেকে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কমিটির সদস্যরা অত্যন্ত স্বচ্ছতার সাথে বিভিন্ন সূচক যাচাই-বাছাই করেছেন। অধ্যক্ষ কাজী আবু ছায়েমের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক গভীর জ্ঞান নিষ্ঠা এবং চারিত্রিক দৃঢ়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছাড়াও ডিজিটাল কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনায় তার বিশেষ অবদানের কথা বিবেচনা করে তাকে এই শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হয়।

সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, কেবল পাঠদানই নয়, বরং প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় কাজী আবু ছায়েমের অনন্য ভূমিকা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার প্রবণতা তৈরিতেও তিনি সচেষ্ট ছিলেন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী আবু ছায়েম বলেন, "এই অর্জন আমার একার নয়, এটি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টার ফল। আমি আজীবন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে যেতে চাই। এলাকার শিক্ষার মান উন্নয়নে আমি সব সময় শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার বিষয়ে সজাগ থাকি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমার এই প্রচেষ্টা আরও জোরালোভাবে চলমান থাকবে।"

তার এই সাফল্যে মাদ্রাসা পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক মহল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬


সালথায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ কাজী আবু ছায়েম

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু ছায়েম। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটির পক্ষ থেকে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কমিটির সদস্যরা অত্যন্ত স্বচ্ছতার সাথে বিভিন্ন সূচক যাচাই-বাছাই করেছেন। অধ্যক্ষ কাজী আবু ছায়েমের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক গভীর জ্ঞান ও নিষ্ঠা এবং চারিত্রিক দৃঢ়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও ডিজিটাল কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনায় তার বিশেষ অবদানের কথা বিবেচনা করে তাকে এই শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হয়।সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, কেবল পাঠদানই নয়, বরং প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় কাজী আবু ছায়েমের অনন্য ভূমিকা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার প্রবণতা তৈরিতেও তিনি সচেষ্ট ছিলেন।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী আবু ছায়েম বলেন, "এই অর্জন আমার একার নয়, এটি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টার ফল। আমি আজীবন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে যেতে চাই। এলাকার শিক্ষার মান উন্নয়নে আমি সব সময় শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার বিষয়ে সজাগ থাকি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমার এই প্রচেষ্টা আরও জোরালোভাবে চলমান থাকবে।" তার এই সাফল্যে মাদ্রাসা পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত