গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রিটার্নিং মাইগ্র্যান্টদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি : মো: লিটন শিকদার
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুই মাস মেয়াদি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীন প্রবাসী কল্যাণ সেন্টার, গোপালগঞ্জের তত্ত্বাবধানে এবং Reintegration of Returning Migrants (RAISE) প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত ২য় ব্যাচের (১৭ নভেম্বর ২০২৫ খ্রি. থেকে ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) কর্মীদের জন্য এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন, সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার, গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারজানা ইয়াসমিন, কাউন্সেলর, প্রবাসী কল্যাণ সেন্টার, গোপালগঞ্জ।
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব গাজী আবিদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের পুনরায় কর্মসংস্থানে যুক্ত করতে এবং স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষতা অর্জনের মাধ্যমে তারা দেশেই আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।
বক্তারা আরও বলেন, সরকার রিটার্নিং মাইগ্র্যান্টদের জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন।
01716-802230

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন