জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মিশ্রীপাড়ার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ নুর আলম
গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) উপজেলা পর্যায়ের মূল্যায়ন কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন খান এবং সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
এর আগে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা, শিক্ষাগত যোগ্যতা, পাঠদান দক্ষতা ও সার্বিক কর্মকাণ্ড যাচাই-বাছাইয়ের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।
সহকারী শিক্ষক মোঃ নুর আলম জানান শিক্ষা ক্ষেত্রে অবদানের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ক্রীড়া সংগঠনে যুক্ত রয়েছে
শিক্ষকতার পাশাপাশি তিনি একজন পরোপকারী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হিসেবে এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ নুর আলম জানান
“সঠিক মূল্যায়নের মাধ্যমে আমাকে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আমৃত্যু দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাকে সেই শক্তি ও সামর্থ্য দান করুন।”

রোববার, ১১ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন