শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ টা ভাটায় মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

স্টাফ
স্টাফ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ
লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ টা ভাটায় মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।


নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬


লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ টা ভাটায় মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত