শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দায় বৃহৎ উদ্বুদ্ধকরণ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দায় বৃহৎ উদ্বুদ্ধকরণ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে এক বৃহৎ উদ্বুদ্ধকরণ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।

উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব, সিপিটি অনুবিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলো জনগণের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটাধিকার প্রয়োগে ভয় বা প্রভাবমুক্ত থেকে নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে গণভোট ও নির্বাচন আয়োজন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। তিনি বলেন, তথ্য অধিদপ্তরের মাধ্যমে গ্রামপর্যায়ে ভোটারদের মাঝে গণভোট ও নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার পদ্ধতি এবং ভোটের গোপনীয়তা সম্পর্কে ধারাবাহিক প্রচারণা চালানো হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা; জনাব আসমা বিনতে রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা; সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম; কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হক এবং ইউপি সদস্য খোদেজা আক্তার। তাঁরা তাঁদের বক্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়াও উন্মুক্ত বৈঠকে স্থানীয় শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, নারী ভোটার, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা, মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বৈঠকের শেষ পর্যায়ে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ এবং নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬


গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দায় বৃহৎ উদ্বুদ্ধকরণ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে এক বৃহৎ উদ্বুদ্ধকরণ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব, সিপিটি অনুবিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলো জনগণের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটাধিকার প্রয়োগে ভয় বা প্রভাবমুক্ত থেকে নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে গণভোট ও নির্বাচন আয়োজন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। তিনি বলেন, তথ্য অধিদপ্তরের মাধ্যমে গ্রামপর্যায়ে ভোটারদের মাঝে গণভোট ও নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার পদ্ধতি এবং ভোটের গোপনীয়তা সম্পর্কে ধারাবাহিক প্রচারণা চালানো হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা; জনাব আসমা বিনতে রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা; সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম; কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হক এবং ইউপি সদস্য খোদেজা আক্তার। তাঁরা তাঁদের বক্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।এছাড়াও উন্মুক্ত বৈঠকে স্থানীয় শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, নারী ভোটার, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা, মতামত ও পরামর্শ তুলে ধরেন।বৈঠকের শেষ পর্যায়ে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ এবং নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত