শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন


স্টাফ রিপোর্টার মোঃ লিটন সিকদার 


নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ গৌতম কুমার শীল, খামারবাড়ি, নড়াইল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে আখের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের আখের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার এবং সেচ কার্যক্রমের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬


কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image
কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনস্টাফ রিপোর্টার মোঃ লিটন সিকদার নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ গৌতম কুমার শীল, খামারবাড়ি, নড়াইল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে আখের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের আখের বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার এবং সেচ কার্যক্রমের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত