মোংলার চিলায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন চিলা ইউনিয়ন বিএনপি
০৬ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে মোংলার চিলা ইউনিয়ন পরিষদের মাঠে চিলা ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক ছিলেন। তিনি আদর্শের নেত্রী ছিলেন, এদেশের গণমানুষের নেত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের আশা আকাংখার প্রতীক ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদসহ কোন অপশক্তির কাছে মাথা নত করেননি। বেগম খালেদা জিয়ার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ধারণ করে আমরা এগিয়ে যাবো।
মোনাজাতের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, শেখ শাকির হোসেন, আবু তালেব হাওলাদার,ঝঙ্কার ফকির,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম পলাশ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তাঁর আদর্শের আলোকে একটি অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈদ্যমারি বাজার জামে মসজিদের পেশ ইমাম ক্বারী আব্দুল করিম মুছাল্লি । দোয়া মোনাজাত শেষে সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন