কাউনিয়ায় যুব সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
কাউনিয়া উপজেলায় যুব সমাজের অংশগ্রহণে যুব সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,মো:শামসুজ্জামান আজাদ ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, যুবসমাজকে সঠিক পথে গড়ে তুলতে বিতর্ক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন