নেত্রকোনার দুর্গাপুরে উপশাখা পুবালী ব্যাংকের উদ্যোগে
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়েছে। নতুন বছরের আগমন উপলক্ষে ব্যাংক মিলনায়তনে সাজানো হয় বর্ণিল সাজে। এ সময় কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং সংবাদ মাধ্যম কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে পুবালী ব্যাংক দুর্গাপুর উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ মাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বছরের এই আনন্দঘন আয়োজন প্রত্যক্ষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার এন্ড ম্যানেজার মোহাম্মদ শাহীদুল হাসান , দুর্গাপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, প্রাক্তন কাউন্সিলর রমজান হোসেন, মাওলানা হোসাইন আহমেদ, উজ্জ্বল কুমার পাল, আলহাজ্ব মুকুল ভান্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন, প্রবীর চন্দ্র সাহা, সাংবাদিক আল আমিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বছর মানেই নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। পুবালী ব্যাংক লিমিটেড দীর্ঘদিন ধরে সততা, স্বচ্ছতা ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্গাপুর অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এই শাখার ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, ডিজিটাল ও আধুনিক ব্যাংকিং সেবার প্রসারের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী সেবা প্রদানই পুবালী ব্যাংকের লক্ষ্য। নতুন বছরেও এই ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান চলাকালে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং গ্রাহকদের জন্য শুভকামনা জানানো হয়। শেষে কেক কাটার মধ্য দিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দেশ, জাতি ও সকল গ্রাহকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

রোববার, ১১ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন