আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার প্রার্থিতায় আর কোনো বাধা নেই।
উল্লেখ্য, এ আসনে নির্ধারিত সময়ের মধ্যে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিয়ে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৩ জানুয়ারি এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় এবং কাগজপত্রের ঘাটতির কারণে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা—রোববার বিকেল ৫টার আগেই—প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করায় তার মনোনয়ন বৈধতা ফিরে পায় এবং তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন।

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন