open news24 com নির্বাচন স্পেশাল>>
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের নির্বাচনী হলফনামা থেকে তার আয় ও সম্পদের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, ডা. ইয়াসির আরশাদ রাজনের বার্ষিক মোট আয় ১০ লাখ ৪৪ হাজার ৬৫৮ টাকা। এর মধ্যে বাড়িভাড়া থেকে তার আয় ৬ লাখ ১৬ হাজার টাকা এবং ব্যবসা খাত থেকে আয় ৪ লাখ ২৪ হাজার টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির আনুমানিক বর্তমান মূল্য প্রায় ৭ কোটি টাকা।
অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ অর্থ ৪০ লাখ ৬৪ হাজার ৭৬০ টাকা এবং ১২০ ভরি স্বর্ণসহ মূল্যবান ধাতু ও পাথরের তৈরি গহনা।
স্থাবর সম্পত্তির হিসাবে সাভারে জমি এবং ঢাকার বনশ্রী–রামপুরা এলাকায় একটি দুইতলা বাড়ির মালিকানা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন