বেগম খালেদা জিয়ার স্মরণে কাউনিয়া প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার জিন্নাহ ফাউন্ডেশন হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুর সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া, সহসভাপতি সারওয়ার আলম মুকুল ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদ ও জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিবসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন