শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

সিরাজগঞ্জ–৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে: বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ

সিরাজগঞ্জ–৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে: বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ
সিরাজগঞ্জ–৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে: বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি সঞ্চার হয়েছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক নেতাকর্মী এটিকে আসন্ন নির্বাচনে সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ হওয়ায় সিরাজগঞ্জ–৩ আসনে ভোটের মাঠ আরও সক্রিয় ও প্রাণবন্ত হবে। সামনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পাশাপাশি ভোটারদের অংশগ্রহণও বাড়বে বলে তারা মনে করছেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ–৩ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহল দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে আরও গতিশীল করে তুলছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬


সিরাজগঞ্জ–৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে: বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি সঞ্চার হয়েছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি।মনোনয়ন বৈধ ঘোষণার খবরে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক নেতাকর্মী এটিকে আসন্ন নির্বাচনে সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ হওয়ায় সিরাজগঞ্জ–৩ আসনে ভোটের মাঠ আরও সক্রিয় ও প্রাণবন্ত হবে। সামনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পাশাপাশি ভোটারদের অংশগ্রহণও বাড়বে বলে তারা মনে করছেন।উল্লেখ্য, সিরাজগঞ্জ–৩ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহল দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে আরও গতিশীল করে তুলছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত