শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের বি এল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে এবং চত্বরে সমবেত হয়ে তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।


মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক ও মা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়।


তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আজ তার রুহের মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমরা শপথ করছি, তার রেখে যাওয়া আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা চালিয়ে যাব। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬


বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের বি এল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে এবং চত্বরে সমবেত হয়ে তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক ও মা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়।তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আজ তার রুহের মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমরা শপথ করছি, তার রেখে যাওয়া আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা চালিয়ে যাব। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত