গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সাংবাদিককে হত্যা ও হয়রানির হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক সংবাদ দিগন্তের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এম. মুনসুরুল ইসলাম মাসুম অভিযোগ করেন যে, গোসিংগা পটকা এলাকার আওয়ামী লীগ নেতা ফরিদ (৩২) তাকে অশ্লীল ভাষায় গালাগালি, শারীরিকভাবে আঘাত ও ব্যবসায় ক্ষতিসাধনের হুমকি দিয়েছেন।
মাসুমের দেওয়া বিবৃতিতে বলা হয়, পারিবারিক বিরোধের জের ধরে ২৮ ডিসেম্বর দুপুরে ফরিদ তার মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং তাকে ও তার পরিবারকে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির হুমকি দেন।
সাংবাদিক মাসুম দাবি করেন, তার শ্বশুরবাড়ির পক্ষে সহযোগিতা করায় ফরিদ তার ওপর ক্ষুব্ধ এবং বারবার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি নিজ ও পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
এ ঘটনায় শ্রীপুর থানার স্টেশন ইনচার্জ (এসআই) বাশার এর সঙ্গে কথা বললে তিনি বলেন, "সাংবাদিক মনসুরুল ইসলাম মাসুমের জিডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিষয়টি দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইতিমধ্যে অভিযুক্ত ফরিদকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।"
গ্রেফতারকৃত ফরিদ গোসিংগা ইউনিয়নের পটকা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন