বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সিরাজগঞ্জ সদর–০২ আসনের সাবেক সংসদ সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং কৃতজ্ঞচিত্তে এই মহান নেত্রীকে স্মরণ করেছে।
একই সঙ্গে সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের পরিবারবর্গ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান পৃথক ও যৌথ শোকবার্তায় দেশনেত্রীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের এক আপসহীন, দূরদর্শী ও সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে তিনি দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও ত্যাগ জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের এক শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়। তাঁর শাসনামলে দেশ অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। বিশেষ করে নারী নেতৃত্বের ক্ষেত্রে তিনি বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, যা এ দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
শোকবার্তায় উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের রাজনীতি ও উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ছিল অসামান্য। এই জেলার মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং সিরাজগঞ্জকে ঘিরে তাঁর পরিকল্পনা ও ভাবনা আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশ ও দলের জন্য তাঁর আজীবন সংগ্রাম, ত্যাগ ও আত্মনিবেদন ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার এক অনন্ত উৎস হয়ে থাকবে। তাঁর আকস্মিক মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ, মানবিক ও দূরদর্শী নেত্রীকে হারালো—যার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দেশনেত্রীর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজনের কথাও জানানো হয়।

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন