কাজিপুর উপজেলার স্থলবাড়ী–চালিতাডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলার নিষ্পত্তি করা হয়। অভিযানে মোঃ আনিসুর রহমান (পিতা: ফজর আলী মণ্ডল), সাং—স্থলবাড়ী, চালিতাডাঙ্গা, কাজিপুর- গাঁজাসহ আটক করা হয়।
অপরাধের ধরন ও অভিযুক্তের বয়স বিবেচনায় আদালত তাকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব নাঈমা জাহান সুমাইয়া। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ।
প্রশাসন সূত্রে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন