সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ী চাপায় গর্ভবতি হরিণের মৃত্যু।

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ী চাপায় গর্ভবতি হরিণের মৃত্যু।

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ী চাপায় গর্ভবতি হরিণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মা হরিণের পেট ফেটে বের হওয়া দুটি শাবকেরও মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাওনা -কালিয়াকৈর  সড়কের শালদহপাড়া (মালেকের দোকানের) সামনে সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় হরিণ ও দুই শাবকের মৃত্যু হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান দুর্ঘটনায় হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, হরিণ কোথায় থেকে শালদহপাড়া  এলাকায় এসেছে তা তিনি নিশ্চিত বলতে পারেননি। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শাবকসহ মা হরিণকে উদ্ধার করে বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন। কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির অজ্ঞাত গাড়ী চাপায় হরিণটি মারা যায়। দুর্ঘটনায় মা হরিণের পেট ফেটে বের হওয়া দুটি শাবকেরও মৃত্যু হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে। যেখানে হরিণ গাড়ি চাপায় মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। এ এলাকায় কিভাবে এবং কোথায় থেকে হরিণটি এসছে তা তিনি বলতে পারেননি। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন যাবত ওই এলাকার গভীর বনাঞ্চলে কয়েকটি হরিণ বিচরণ করতে চোখে পড়েছিল তাদের। স্থানীয় বলছেন, গাজীপুর সাফারি পার্কে থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসতে পারে। হয়তো বনাঞ্চল এলাকায় দৌড়াদৌরি করার সময় সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় হরিণটির মৃত্যু হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, পার্ক থেকে কোন হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। পার্কে থাকা হরিণগুলো পার্কে বিচরণরত অবস্থায় আছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ী চাপায় গর্ভবতি হরিণের মৃত্যু।

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ী চাপায় গর্ভবতি হরিণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মা হরিণের পেট ফেটে বের হওয়া দুটি শাবকেরও মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাওনা -কালিয়াকৈর  সড়কের শালদহপাড়া (মালেকের দোকানের) সামনে সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় হরিণ ও দুই শাবকের মৃত্যু হয়।সোমবার (২৯ ডিসেম্বর) কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান দুর্ঘটনায় হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, হরিণ কোথায় থেকে শালদহপাড়া  এলাকায় এসেছে তা তিনি নিশ্চিত বলতে পারেননি। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শাবকসহ মা হরিণকে উদ্ধার করে বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন। কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বলেন, সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির অজ্ঞাত গাড়ী চাপায় হরিণটি মারা যায়। দুর্ঘটনায় মা হরিণের পেট ফেটে বের হওয়া দুটি শাবকেরও মৃত্যু হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে। যেখানে হরিণ গাড়ি চাপায় মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। এ এলাকায় কিভাবে এবং কোথায় থেকে হরিণটি এসছে তা তিনি বলতে পারেননি। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন যাবত ওই এলাকার গভীর বনাঞ্চলে কয়েকটি হরিণ বিচরণ করতে চোখে পড়েছিল তাদের। স্থানীয় বলছেন, গাজীপুর সাফারি পার্কে থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসতে পারে। হয়তো বনাঞ্চল এলাকায় দৌড়াদৌরি করার সময় সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় হরিণটির মৃত্যু হয়েছে।গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, পার্ক থেকে কোন হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। পার্কে থাকা হরিণগুলো পার্কে বিচরণরত অবস্থায় আছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত