গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ি এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক নির্মাণে বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ—রাস্তায় নিম্নমানের কাজ, যথাযথ তদারকির অভাব ও দায়সারা নির্মাণের ফলে এলাকাবাসী ভোগান্তির শেষ নেই।
অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে সিটি কর্পোরেশনের ফিল্ড কর্মী মাসুদ নামের ফিল্ড কর্মী সংবাদকর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন,“সাংবাদিকরা যদি ইট–বালু সাপ্লাই দেন তাহলে কাজ আরও ভালো হয়, আপনারা দেন না কেন? তার এমন মন্তব্যে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, একজন সরকারি কর্মচারীর মুখে এমন বক্তব্য কার্যত অনিয়মকে প্রশ্রয় দেওয়ার সামিল।
এদিকে জানা যায়, ওই মাসুদ নামের ফিল্ড কর্মী দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল নামে এক ব্যক্তির মাধ্যমে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন—এমন অভিযোগও স্থানীয়দের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, গণমাধ্যমকে প্রভাবিত করার এমন চেষ্টা অনিয়ম ঢাকার অংশ বলেই মনে হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে কাজের বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গাফিলতি ও স্বজনপ্রীতির কারণে সড়কটি টেকসই হচ্ছে না।
ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা–খোয়া জমে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে মানসম্মত কাজ নিশ্চিত করে জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন