কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবী লীগ নেতা জাকিরুল হাসান সোহেল গ্রেফতার
মেট্রোপলিটন সদর থানা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রংপুর মেট্রোপলিটন সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত জাকিরুল হাসান সোহেল (৪১) হারাগাছ পৌর শহরের সারাই আমবাগান এলাকার মৃত আবুল হাসান চেয়ারম্যানের ছেলে ও পৌর মৎস্যজীবী লীগের সভাপতি।
রংপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ মে রুজু হওয়া ১৯ নম্বর মামলার আসামি জাকিরুল হাসান সোহেল। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সারাই আমবাগান এলাকা থেকে তাকে আটক করে। রবিবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন