অ্যাএডভোকেট মাহমুদুল হাসান কায়েস গ্রেপ্তার।
স্টাফ রিপোর্টার : মো: লিটন শিকদার
ঢাকার কলাবাগান এলাকা থেকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়।
তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েসের গ্রেপ্তারের খবরে কলাবাড়িয়া ইউনিয়নসহ কালিয়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন