রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কালিয়াকৈর উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনের সম্মানিত চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান সোহেল এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মজনু মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে বেলাল হোসেন মনোনীত হয়েছেন।
কমিটির মহিলা সম্পাদিকা হিসেবে মোসাম্মৎ হাসি আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে রোকসানা আক্তার দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাহিদ চৌধুরী। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাসেল প্রদানিয়া, মাহফুজ আহমেদ মুন্না, সাগর আহাম্মেদ ও মিঠুন চন্দ্র বর্মন।
অনুমোদনপত্রে আরজেএফ চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় আরজেএফ সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
তিনি নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং কালিয়াকৈর উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন