মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
রাজনীতি

রাজনীতি

মুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানে খেলাফত মজলিসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি

মুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানে খেলাফত মজলিসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জনপ্রিয় সাবেক ভাইস চেয়ারম্যান প্রখ্যাত আলেম মুফতি মুস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। তিনি আল্লামা মামুনুল হকের হাতে হাত রেখে দলটিতে যোগ দেন।

গত ২৫ ডিসেম্বর ঢাকার জাতীয় ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তার যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। সময় তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিসের হাত ধরে দলে অন্তর্ভুক্ত হন। উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে মুফতি মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। জেলা শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “আলহামদুলিল্লাহমুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানের মাধ্যমে ফরিদপুর অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

বিবৃতিতে আরও আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আকরাম আলী ধলা হুজুরের নেতৃত্ব জনসমর্থন এই যোগদানের ফলে আরও শক্তিশালী হবে। মুফতি মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানকে কেন্দ্র করে নগরকান্দা উপজেলার আলেম-উলামা তৌহিদী জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার যোগদানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন বার্তায় ভাসছে নেট দুনিয়া।

সময় মুফতি মুস্তাফিজুর রহমান দ্বীন বিজয়ের মহান খেদমতে সকলের দোয়া সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


মুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানে খেলাফত মজলিসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জনপ্রিয় সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত আলেম মুফতি মুস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। তিনি আল্লামা মামুনুল হকের হাতে হাত রেখে দলটিতে যোগ দেন।গত ২৫ ডিসেম্বর ঢাকার জাতীয় ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তার যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিসের হাত ধরে দলে অন্তর্ভুক্ত হন। এ উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে মুফতি মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জেলা শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “আলহামদুলিল্লাহ—মুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানের মাধ্যমে ফরিদপুর অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।”বিবৃতিতে আরও আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আকরাম আলী ধলা হুজুরের নেতৃত্ব ও জনসমর্থন এই যোগদানের ফলে আরও শক্তিশালী হবে। মুফতি মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানকে কেন্দ্র করে নগরকান্দা উপজেলার আলেম-উলামা ও তৌহিদী জনতার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার যোগদানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসছে নেট দুনিয়া। এ সময় মুফতি মুস্তাফিজুর রহমান দ্বীন বিজয়ের মহান খেদমতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত