শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

দোগাছীতে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

দোগাছীতে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন
দোগাছীতে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে পাবনায় শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের বাঁধন ব্লাড ডোনেশন, পাবনা পরিবার–এর উদ্যোগে পাবনা সদর থানার অন্তর্গত দোগাছী কলেজপাড়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শীতার্ত শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্স উৎসব মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক, সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোগাছী কলেজপাড়া মাদ্রাসার সুপার ও মাদ্রাসার সভাপতি। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, বন্ধুত্বের বাঁধন ব্লাড ডোনেশন, পাবনা পরিবার ২০২১ সাল থেকে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে এসব কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে চালু রাখা হবে—

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬


দোগাছীতে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে পাবনায় শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের বাঁধন ব্লাড ডোনেশন, পাবনা পরিবার–এর উদ্যোগে পাবনা সদর থানার অন্তর্গত দোগাছী কলেজপাড়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে শীতার্ত শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্স উৎসব মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক, সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোগাছী কলেজপাড়া মাদ্রাসার সুপার ও মাদ্রাসার সভাপতি। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।উল্লেখ্য, বন্ধুত্বের বাঁধন ব্লাড ডোনেশন, পাবনা পরিবার ২০২১ সাল থেকে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে এসব কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে চালু রাখা হবে—

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত