সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের দরিদ্র কৃষকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত ও ব্যবসা চালিয়ে আসা একটি চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশা উপেক্ষা করে কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে সার্বিক সহায়তা করেন নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিক ও তার দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
অভিযানকালে নাটুয়াপাড়া নদীর ঘাট এলাকার পাঁচটি পৃথক পয়েন্ট থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে— টিএসপি ২২ বস্তা, ডিএপি ১০১ বস্তা (২৪ কেজি), এমওপি ৮৮ বস্তা এবং ইউরিয়া ৯০ বস্তা (৩০ কেজি)। জব্দকৃত সারগুলো তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে নিলাম করা হয়। নিলামে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৫৪ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে নাটুয়াপাড়া এলাকার মো. বকুল শেখ (৪৪), পিতা— সমসের আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চরাঞ্চলের অসাধু ব্যবসায়ীরা যেন কৃষকদের জিম্মি করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। প্রশাসনের কঠোর অবস্থানে এখন কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন