মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
সরক দূর্ঘটনা

সরক দূর্ঘটনা

সিরাজগঞ্জের কাজিপুর সীমান্তবাজার সংলগ্ন সড়কে গতিরোধক স্থাপন শুরু, এলাকাবাসীর স্বস্তি

সিরাজগঞ্জের কাজিপুর সীমান্তবাজার সংলগ্ন সড়কে গতিরোধক স্থাপন শুরু, এলাকাবাসীর স্বস্তি
সিরাজগঞ্জের কাজিপুর সীমান্তবাজার সংলগ্ন সড়কে গতিরোধক স্থাপন শুরু, এলাকাবাসীর স্বস্তি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার সংলগ্ন সিরাজগঞ্জ–টু–মেঘাই সড়কে অবশেষে গতিরোধক স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগ, সিরাজগঞ্জের সহযোগিতায় সড়কের ঘটনাস্থলসহ একাধিক ঝুঁকিপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় উক্ত এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি চার্জার ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ভ্যানচালক গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান নিহত ও আহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারদ্বয়ের সম্মতিক্রমে ট্রাক মালিকের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়।

ঘটনার দিন ইউএনও ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় জনগণের পক্ষ থেকে ওই স্থানে দ্রুত গতিরোধক স্থাপনের জোর দাবি জানানো হয়। সে সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সোমবার থেকে গতিরোধক স্থাপনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সড়ক ও জনপদ বিভাগকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানানো হয়।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দ্রুত গতিরোধক স্থাপনের কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পথচারী ও স্থানীয় যানবাহন চলাচল আরও নিরাপদ হবে।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


সিরাজগঞ্জের কাজিপুর সীমান্তবাজার সংলগ্ন সড়কে গতিরোধক স্থাপন শুরু, এলাকাবাসীর স্বস্তি

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার সংলগ্ন সিরাজগঞ্জ–টু–মেঘাই সড়কে অবশেষে গতিরোধক স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগ, সিরাজগঞ্জের সহযোগিতায় সড়কের ঘটনাস্থলসহ একাধিক ঝুঁকিপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়।উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় উক্ত এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি চার্জার ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ভ্যানচালক গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান নিহত ও আহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারদ্বয়ের সম্মতিক্রমে ট্রাক মালিকের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়।ঘটনার দিন ইউএনও ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় জনগণের পক্ষ থেকে ওই স্থানে দ্রুত গতিরোধক স্থাপনের জোর দাবি জানানো হয়। সে সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সোমবার থেকে গতিরোধক স্থাপনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সড়ক ও জনপদ বিভাগকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানানো হয়।এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দ্রুত গতিরোধক স্থাপনের কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পথচারী ও স্থানীয় যানবাহন চলাচল আরও নিরাপদ হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত