মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

হাজীরহাটে প্রকাশ্যে জুয়া খেলার আসরে অভিযান, চার জুয়াড়ি গ্রেপ্তার

হাজীরহাটে প্রকাশ্যে জুয়া খেলার আসরে অভিযান, চার জুয়াড়ি গ্রেপ্তার
হাজীরহাটে প্রকাশ্যে জুয়া খেলার আসরে অভিযান, চার জুয়াড়ি গ্রেপ্তার

হাজীরহাটে প্রকাশ্যে জুয়া খেলার আসরে অভিযান, চার জুয়াড়ি গ্রেপ্তার


রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা বিশেষ অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ ডিসেম্বর ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হাজীরহাট থানাধীন পূর্ব মন্থনা জোলাপাড়ার ঘাগট নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাজীরহাট থানার জিডি নং–৭৬৬ (তারিখ: ২২/১২/২০২৫) এর ভিত্তিতে এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এসআই ফারহান কাজী, এসআই কামাল হোসেন, এএসআই মো. আল আমিনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত স্থানে কয়েকজন ব্যক্তি টাকা-পয়সার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। অফিসার ইনচার্জের নির্দেশে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে। এ সময় অভিযানকারী দল চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জুযেল মিয়া (৩২), মোঃ রুবেল মিয়া (২৬), মোঃ আতিকুর রহমান (৪৫) এবং মোঃ শামছুল হক (৫৪)। তারা সবাই হাজীরহাট থানাধীন পূর্ব মন্থনা জোলাপাড়ার বাসিন্দা। অভিযানকালে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৭৫০ টাকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন অজ্ঞাতনামা জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯৩ ধারায় হাজীরহাট থানার নন-এফআইআর প্রসিকিউশন নং–৪২/২৫ (তারিখ: ২২/১২/২০২৫) মূলে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রকাশ্যে জুয়া ও যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”





আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


হাজীরহাটে প্রকাশ্যে জুয়া খেলার আসরে অভিযান, চার জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image
হাজীরহাটে প্রকাশ্যে জুয়া খেলার আসরে অভিযান, চার জুয়াড়ি গ্রেপ্তাররংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা বিশেষ অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ ডিসেম্বর ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হাজীরহাট থানাধীন পূর্ব মন্থনা জোলাপাড়ার ঘাগট নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাজীরহাট থানার জিডি নং–৭৬৬ (তারিখ: ২২/১২/২০২৫) এর ভিত্তিতে এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এসআই ফারহান কাজী, এসআই কামাল হোসেন, এএসআই মো. আল আমিনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত স্থানে কয়েকজন ব্যক্তি টাকা-পয়সার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। অফিসার ইনচার্জের নির্দেশে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে। এ সময় অভিযানকারী দল চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জুযেল মিয়া (৩২), মোঃ রুবেল মিয়া (২৬), মোঃ আতিকুর রহমান (৪৫) এবং মোঃ শামছুল হক (৫৪)। তারা সবাই হাজীরহাট থানাধীন পূর্ব মন্থনা জোলাপাড়ার বাসিন্দা। অভিযানকালে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৭৫০ টাকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন অজ্ঞাতনামা জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯৩ ধারায় হাজীরহাট থানার নন-এফআইআর প্রসিকিউশন নং–৪২/২৫ (তারিখ: ২২/১২/২০২৫) মূলে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রকাশ্যে জুয়া ও যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত