মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
রাজনীতি

রাজনীতি

যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনী কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে: উপ মহাপরিচালক

যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনী কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে: উপ মহাপরিচালক
যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনী কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে: উপ মহাপরিচালক

যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনী কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে: উপ মহাপরিচালক



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যুগোপযোগী ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। সোমবার (২২ ডিসেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনব্যাপী উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শৃঙ্খলা, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা মানবসম্পদই একটি জাতির মূল শক্তি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেবল নিরাপত্তা দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উপ মহাপরিচালক আরও বলেন, বর্তমান মহাপরিচালকের সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টায় আনসার বাহিনী একটি আধুনিক, দক্ষ ও মর্যাদাশীল বাহিনীতে রূপান্তরিত হচ্ছে। দেশব্যাপী কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালু করায় তিনি বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মৌলিক প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের আত্মউন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাধ্যমে শর্টগান ফায়ারিং অনুশীলন, শারীরিক সক্ষমতা প্রদর্শন, কৌশলগত মহড়া ও শৃঙ্খলামূলক কার্যক্রম প্রদর্শিত হয়। একই সঙ্গে প্রশিক্ষণার্থীরা দেশরক্ষার শপথ পাঠ করেন, যা অনুষ্ঠানে গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সে রংপুর অঞ্চলের বিভিন্ন উপজেলা ও থানার ১৩৪ জন তরুণ ও শিক্ষিত আনসার সদস্য অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব আনসার সদস্য ভবিষ্যতে দেশের নিরাপত্তা, নির্বাচন ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।



আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনী কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে: উপ মহাপরিচালক

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image
যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনী কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে: উপ মহাপরিচালকবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যুগোপযোগী ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। সোমবার (২২ ডিসেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনব্যাপী উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শৃঙ্খলা, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা মানবসম্পদই একটি জাতির মূল শক্তি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেবল নিরাপত্তা দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।উপ মহাপরিচালক আরও বলেন, বর্তমান মহাপরিচালকের সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টায় আনসার বাহিনী একটি আধুনিক, দক্ষ ও মর্যাদাশীল বাহিনীতে রূপান্তরিত হচ্ছে। দেশব্যাপী কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালু করায় তিনি বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মৌলিক প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের আত্মউন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাধ্যমে শর্টগান ফায়ারিং অনুশীলন, শারীরিক সক্ষমতা প্রদর্শন, কৌশলগত মহড়া ও শৃঙ্খলামূলক কার্যক্রম প্রদর্শিত হয়। একই সঙ্গে প্রশিক্ষণার্থীরা দেশরক্ষার শপথ পাঠ করেন, যা অনুষ্ঠানে গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানের শেষপর্বে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সে রংপুর অঞ্চলের বিভিন্ন উপজেলা ও থানার ১৩৪ জন তরুণ ও শিক্ষিত আনসার সদস্য অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব আনসার সদস্য ভবিষ্যতে দেশের নিরাপত্তা, নির্বাচন ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত